গত ১০ই সেপ্টেম্বর , শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আমাদের বিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার বিদ্যালয়গুলির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে উৎসাহ ও প্রেরণা প্রদানের জন্য একটি অনুষ্ঠান আয়োজিত হলো । অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ স্বপন মুখার্জি। সংসদের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ ভট্টাচার্য্য অনুষ্ঠানে পৌরোহিত্য করেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মনোসংযোগ বিষয়ে আলোচনা করেন।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও এই মনজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অ্যালামনি অ্যাসোসিয়েশন এর মেম্বার এবং কমিটির সদস্যদের উপস্থিতির ছিল এই অনুষ্ঠানে ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য যৎসামান্য টিফিনের ব্যবস্থা ছিল । উপস্থিত ছাত্র-ছাত্রীদের তিনটি করে নীতি-শিক্ষা ও মূল্যবোধের ওপর বই বিতরণ করা হয় ।
Recent Comments