Alumni Speaks
সমস্ত প্রাক্তনীদের অনুরোধ করা হচ্ছে নিজেদের বিদ্যালয়ের অভিজ্ঞতা ও স্মৃতি জানান। নিজের নাম, ছবি (সম্ভব হলে), বিদ্যালয়ে শেষ বর্ষ এবং লেখা ইমেইল করুন AlumniHGDI@gmail.com।
দয়া করে কোনরকম রাজনৈতিক, গোষ্ঠী বা সমষ্টি প্ররোচনামূলক, ব্যক্তিগত উদ্দেশমূলক এবং বিজ্ঞাপন লেখার মধ্যে দেবেন না। এই ধরনের লেখা অনুমোদিত হবে না।
ঠিকানা আমার চেয়েছ “বন্ধু” – সুশান্ত সিনহা , ১৯৮২ – মাধ্যমিক
গ্রামে গঞ্জে বাড়ির ঠিকানার সন্ধান পেতে লাগে না নম্বর দেওয়া লেন বা বাই-লেন । সেক্টর, ব্লক এই সব হরেক রকম শহুরে আদব কায়দা এখনও রপ্ত করে উঠতে পারে নি গ্রামের বা মফঃস্বলের ঠিকানা । আমাদের হরিপালও এর ব্যতিক্রম নয় । আগে পোষ্টঅফিসের বড়বাবু থেকে পিওন প্রায় সকলেই নাম ধরে ধরে...