থ্যালাসেমিয়া প্রতিরোধ : প্রয়োজন সঠিক কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে (১২/০৮/২০২২) ছিল Haripal Gurudayal Institution Alumni Association আয়োজিত ‘থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির’ (আপাততঃ দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য) সহযোগিতায় NRS Medical College & Hospital মেডিকেল টিম এবং ডাঃ Amitava Bhattacharya  ও তাঁর মেডিকেল টিম। ডাঃ Palas Bhattacharyya কে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে সহযোগিতা করার জন্য। তার সাহায্য ছাড়া এই প্রচেষ্টা সফল হতো না ।
থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য আরও বেশি প্রচার দরকার। প্রয়োজন মানুষকে সচেতন করাও। তবেই হয়তো এই রোগ থেকে মুক্তি মিলবে। প্রত্যক্ষভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ বিদ্যালয় কর্তৃপক্ষ, টিচার-ইন-চার্জ, বর্তমান ছাত্র-ছাত্রী এবং অবশ্যই প্রাক্তনী সংসদের সকল সদস্যদের। সবার উৎসাহ আর উদ্দীপনা দেখে সত্যি ভালো লাগছে ।
× How can I help you?